Cric GossipCricket News

রোহিত শর্মার বোলিংকে ট্রোল করলেন দীনেশ কার্তিক, হুঁশিয়ারি দিলেন এই দুই ক্রিকেটারকে

গতকাল ব্রিসবেনে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। তবে ম্যাচ শুরুর আগে চোট সমস্যা ভুগিয়েছিল ভারতকে। এবার ব্রিসবেনের মাঠে চলা ম্যাচে ভারতীয় দল আরও একটি ধাক্কা খেয়েছে। ম্যাচ চলাকালীন নভদীপ সাইনি আহত হয়ে গিয়েছেন। সাইনির বাকি থাকা ওভারের শেষ বল রোহিত শর্মা করেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় প্রথমে রোহিতের বোলিংয়ের ভিডিওটি পোস্ট করে। কিছুক্ষণের মধ্যেই যা নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

রোহিত শর্মা সেই বলে এক রান দেন। রোহিত শর্মার বোলিং করার পর দীনেশ কার্তিক তাকে  নিয়ে ঠাট্টা করেছেন। রোহিতের বোলিংয়ের পর টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক একটি টুইট করেন আর ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিকে সাবধান করে লেখেন যে নতুন পেস বোলার দলে শামিল হওয়ার জন্য প্রস্তুত।

যদিও রোহিত আগের তুলনায় যথেষ্ট কম বোলিং করেন। ব্রিসবেন টেস্টে বোলিং করার আগে রোহিত শর্মা ২০১৯ এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বোলিং করেছিলেন। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার নামে দুটি উইকেটও রয়েছে।

আরও পড়ুন

Back to top button