Cric GossipCricket NewsIndian Cricket Team

Ind vs Aus : চতুর্থ টেস্ট ম্যাচে হল এই ৬ টি রেকর্ড, ভারতীয় এই ক্রিকেটার করল রেকর্ড বৃষ্টি

ব্রিসবেন: ভারত (India) এবং অস্ট্রেলিয়ার (Australia) মধ্যে চতুর্থ তথা শেষ টেস্ট (Test) ম্যাচ চলছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। আজ, মঙ্গলবার (Tuesday) ম্যাচের পঞ্চম তথা শেষ দিন। শেষ পাওয়া খবর বলছে, চতুর্থ টেস্ট জেতার জন্য ভারতের দরকার ১০১ রান, যদিও চতুর্থ টেস্টে বারবার ভিলেন হতে দেখা গিয়েছে বৃষ্টিকে। এমনকি এই টেস্টের চতুর্থ দিনের খেলা থমকে গিয়েছিল বরুনদেবের খামখেয়ালীপনার জন্য। তবে চতুর্থ দিন খেলা থমকে গেলেও এই দিনেই ক্রিকেটের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ড (Record) গড়ে উঠেছে।

এবার এক নজরে দেখে নিন, সেই সমস্ত ঐতিহাসিক রেকর্ড।…

● মহম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে ১৯.৩ ওভার বোলিং করে ৭৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এটা টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম ৫ উইকেট।

● শার্দূল ঠাকুর দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ১৯ ওভারে ৬১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এটা তাঁর টেস্ট কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ বোলিং প্রদর্শন।

● মহম্মদ সিরাজ অস্ট্রেলিয়ায় নিজের অভিষেক সিরিজে ১৩টি উইকেট হাসিল করেছেন। তিনি ভারতের হয়ে অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে গিয়েছেন।

●. ১৯৯২ থেকে ব্রিসবেনে দুই ইনিংসে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেওয়া দল হিসাবে ভারতের নাম উঠে এসেছে।

● শার্দূল ঠাকুর এই ম্যাচেভ৩ উইকেট নিয়েছেন।
● রোহিত শর্মা ব্রিসবেন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৫টি ক্যাচ নিয়ছেন। এর ফলে তিনি কোনও একটি টেস্ট ম্যাচে ৫টি ক্যাচ নেওয়া পঞ্চম ভারতীয় খেলোয়াড় হয়ে গিয়েছেন।

আরও পড়ুন

Back to top button