Connect with us

Cric Gossip

Virat Kohli: খোশমেজাজে কিং কোহলি, আল্লু অর্জুনের ‘শ্রীবল্লী’ গানে নেচে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! রইল ভিডিও

Advertisement

দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আবারো বিরাট কোহলিকে খোশমেজাজে দেখল এদিন। খেলার মাঠে বিরাট কোহলি নিজের অঙ্গভঙ্গির দ্বারা সর্বদা তার সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। ইতিপূর্বে বিভিন্ন সময়ে ক্রিস গেইলের সাথে একাধিকবার স্টেপ মেলাতে দেখা গেছে বিরাট কোহলিকে। তাছাড়া অনিল কাপুরের সিগনেচার ডান্স স্টেপ একাধিকবার করতে দেখা গেছে বিরাট কোহলিকে।

তবে দীর্ঘদিন ধরে বিরাট কোহলির ব্যাট থেকে লম্বা ইনিংস না আসার ফলে খেলার মাঠে কিছুটা হলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন বিরাট কোহলি। তবে শেষমেষ স্রোতের ধারায় নিজেকে উন্মুক্ত করলেন বিরাট কোহলি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হিট দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র সিগনেচার গানে স্টেপ মেলাতে দেখা গেছে একাধিক ক্রিকেটারকে। সেই তালিকায় বাদ পড়েননি ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার সহ বাংলাদেশের শাকিব আল হাসানও। এবার সেই তালিকায় নিজের নাম লিখে ফেললেন বিরাট কোহলিও।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিকে আবারও পুরনো রূপে দেখল ক্রিকেট বিশ্ব। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা- দ্য রাইজ’-এর বিখ্যাত গান ‘শ্রীভাল্লি’-এর হুক স্টেপ করতে দেখা গেছে বিরাট কোহলিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ইনিংসের ৪৫তম ওভারের শেষ বলে প্রতিপক্ষের ব্যাটসম্যান ওডিয়ন স্মিথ বড় শট খেলে বল অনেক উঁচুতে চলে গেলেও শেষ পর্যন্ত বিরাট কোহলির হাতে দুর্দান্ত ক্যাচ নেন তিনি। গাইতে শুরু করলেন ‘শ্রীবল্লী’। হুক স্টেপ নিজের স্টাইলে করতে দেখা গেল। বিরাটের এই স্টাইল সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

Advertisement

#Trending

More in Cric Gossip