মহেন্দ্র সিং ধোনি নামটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ও প্রাণে প্রচুর আবেগের জন্ম দেয়। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান প্রচুর এবং তাঁর যাত্রা অনুপ্রেরণাজনক। দেশের লক্ষ লক্ষ লোকের জন্য ধোনি এমন এক রোল মডেল হয়ে রয়েছেন যিনি সাধারণভাবে শুরু করে অদ্বিতীয় হয়ে উঠেছেন।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, এরপরে ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্টে ১ম র্যাঙ্কিং, সবই তাঁর নেতৃত্বে আসে। নেতৃত্ব ছেড়ে দিয়েও মাহি নিজের উত্তরাধিকারি বিরাটকে নিখুঁতভাবে তৈরী করে গেছিলেন অধিনায়ক করার জন্যে। সম্প্রতি, ইন্টারনেটে ঘুরে বেড়ানো একটি ছবিতে কোনো এক পাঠ্যপুস্তকের একটি অধ্যায় দেখানো হয়েছে যা এম এস ধোনির ওপর নির্মিত। ধোনির জার্সি নম্বরের মতোই অধ্যায় নম্বরটিও ৭ রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ আগস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব এখনো তিনিই দিয়ে চলেছেন। এমএস আইপিএলে নেতা হিসাবে দুর্দান্ত রেকর্ড রেখেছেন নিজের নামের পাশে। যদিও সেই মরসুমে প্রথম এবং একমাত্র বারের জন্য চেন্নাইকে প্লে অফে তুলতে ব্যর্থ হন। অবশ্য এবছর ফের স্বমহিমায় দাঁপিয়ে বেড়াচ্ছে সুপার কিংস। এমুহূর্তে তারা লীগটেবিলে দুনম্বরে আছে। সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে হতে চলা আইপিএলের দ্বিতীয়ভাগে তারা কতটা দাপট বজায় রাখতে পারে সেটাই দেখার।
