Cric GossipCricket NewsIndian Cricket Team

মাঠে না নেমে রবি শাস্ত্রীর এই চালে চতুর্থ টেস্ট জিতল ভারত

৩২৮ রান তাড়া করে ক্যাঙ্গারুর দর্পচুর্ণ করল ভারত (India)। ঐতিহাসিক টেস্ট (Test) সিরিজ জয় ভারতের। তাও আবার বিরাট (Virat Kohli) সহ বেশ কয়েকজন প্রথম সারির খেলোয়ারকে ছাড়াই। এই জয়কে এক কথায় বলা যায়, সিংহের গুহায় ঢুকে সিংহ বধ। অস্ট্রেলিয়ার (Australia) ব্রিসবেনে ৩২ বছরের কোনও টেস্ট ম্যাচ হারেনি। আর এই মাঠেই ভারত কোনওদিনই জেতেনি। এবার সেই রেকর্ডকেই চূর্ণ করল বিরাটহীন রাহানে বাহিনী। তবে এই জয়ের পেছনে কোচ রবি শাস্ত্রীর (Rabi Sastri) একটা কৌশল লুকিয়ে আছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে।

কী সেই কৌশল? রবি শাস্ত্রীর সেই গোপন কৌশলের নাম ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনের মাটিতে চতুর্থ টেস্টের পঞ্চম দিন শুরু হওয়ার আগে জেতার জন্য ভারতের দরকার ছিল ৩২৪ রান, যা কার্যত অসম্ভব বলে মনে করেছিল আপামর ক্রিকেটপ্রেমীরা। তবে শুধু ক্রিকেটপ্রেমীদের কথা বলছি কেন? ক্রিকেট বিশেষজ্ঞরাও এমনটাই হয়তো মনে করেছিলেন। কিন্তু সকলের মনে হওয়া, সকলের ভাবনাচিন্তা এবং সর্বোপরি সকলের সব ক্যালকুলেশনকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তারুণ্যে ভরা টিম ইন্ডিয়া। তথাকথিত প্রথম সারির ক্রিকেটারদের অনুপস্থিতিতেই বাঘের গুহা থেকে বাঘ শিকার করে ফিরেছে ভারত। দলে নেই অধিনায়ক বিরাট কোহলি। চোটের জন্য সিরিজের মাঝপথেই দল থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ বোলাররা। কিন্তু তা সত্বেও যেখানে শেষ দিনের আগে ৩২৪ রান জেতার জন্য দরকার ছিল, সেখানে রবি শাস্ত্রীর একটা মাস্টার স্ট্রোকে পুরো পাশা উল্টে গেল।

কী সেই মাস্টার স্ট্রোক? রোহিত শর্মার ৭ রানে আউটের পর শুভমান গিল যখন হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও মাত্র ৯ রানের জন্য কেরিয়ারের প্রথম টেস্ট শতরান খুইয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন, তখন মায়াঙ্ক আগারওয়ালের বদলে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে খেলতে পাঠিয়েছিলেন শাস্ত্রী। আর তার ফলস্বরূপ ভারত করে ফেলেছে অসাধ্য সাধন। তাই এই ঐতিহাসিক জয়ের পেছনে রবি শাস্ত্রীর এই যে কৌশল লুকিয়ে রয়েছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটা কিন্তু বলাই যায়।

আরও পড়ুন

Back to top button