
ক্রিকেট জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার আজ ৪৯ বছরে পদার্পণ করলেন। মাত্র ১৪ বছর বয়সে স্কুলের ক্রিকেট দিয়ে ক্রিকেট জগতে পরিচিতি লাভ করেন শচীন টেন্ডুলকার। ১৫ বছর বয়সে রঞ্জি খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। যেখানে প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান শচীন টেন্ডুলকার। এরপর ক্রিকেট জগতের শুধু উত্থান ঘটেছে তার। কখনো তাকাতে হয়নি পিছন ফিরে।
১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক। ওই সফরে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটেছিল তার। এরপর ক্রিকেটজগতে তৈরি করেছেন একের পর এক রেকর্ড। সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শততম সেঞ্চুরি হাকান শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের নামে অগণিত রেকর্ড লিপিবদ্ধ রয়েছে। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্বি-শতরানের ইনিংস খেলেছিলেন তিনি।
তার ক্যারিয়ারের সবচেয়ে স্পেশাল মুহূর্ত গুলির মধ্যে অন্যতম ছিল ২০১১ সালে বিশ্বকাপ জয়। শচীন ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পেয়েছিলেন। এছাড়া তাঁর বাড়ির ক্যাবিনেটে পদ্মশ্রী, পদ্মবিভূষণ, রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার, অর্জুন পুরষ্কার তো আছেই। দেখতে দেখতে ৯ বছর হয়ে গেল, শচীন টেন্ডুলকারের পাশে প্রাক্তন লেখাটা সবার নজরে আসে। যদিও খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি। তার সময় খেলার মাঠে শচীন…. শচীন…. রব আসমুদ্র হিমাচলকে একসুত্রে গেঁথেছিল। আজ ক্রিকেটের দেবতার শুভ জন্মদিন। ভারত থাকবেন ক্রিকেটের মহারাজা। ‘CricHunt’-এর পক্ষ থেকে রইল জন্মদিনের শুভকামনা।
