Connect with us

Cric Gossip

মুসলিম মেয়েকে বিয়ে শিবম দুবের, ভারতীয় দলে না নেওয়ার হুঁশিয়ারি নেটিজেনদের

Advertisement
Advertisement

আইপিএলের দ্বিতীয় সংস্করণ শুরু হওয়ার আগেই সাতপাকে বাঁধা পড়লেন জাতীয় দলের হয়ে খেলা তারকা অলরাউন্ডার শিবম দুবে। শুক্রবারেই দীর্ঘদিনের বান্ধবী আঞ্জুম খানকে বিয়ে করে ফেলেন তিনি। গোটা ক্রিকেট মহলই উচ্ছ্বসিত তারকার ছাদনাতলায় যাওয়ার খবরে।

Advertisement

তবে বিয়ের মঞ্চেও বিতর্কের সাক্ষী থাকলেন তিনি। নিজের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর সেই ছবি দেখেই ফেটে পড়েন ক্রিকেট ভক্তদের একাংশ। তিনি নিজে হিন্দু হয়েও মুসলিম বান্ধবীকে বিয়ে করার সময় ইসলামিক রীতিমতে বিয়ে সেরেছেন কেন, তা নিয়েই উত্তাল হয়ে ওঠে নেটমাধ্যম। ভারতীয় ক্রিকেটার ছবির ক্যাপশনে লেখেন, “আমি ভালোবাসার উদ্দেশ্যে ভালোবেসেছি। যা ভালোবাসার থেকেও বেশি কিছু ছিল। আর এখন আমাদের চিরকাল শুরু হচ্ছে।” আর এরপরেই লাভ জিহাদের প্রসঙ্গ টেনে একদল নেটিজেন হামলে পড়ে পোস্টে। কমেন্ট আসে, “যে নিজের ধর্মের হতে পারে না, সে নিজের দেশের কী হবে।” আর সঙ্গে অকাট্য যুক্তি শিবমকে ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে বিতারিত করা হ‌উক।

যদিও পাল্টা রিপ্লাইতে সেই নেটিজেনের মুন্ডুপাত শুরু হলে ভয়ে ডিলিট করে দেন ট্যুইটটি। আরেক নেটিজেন লিখেছেন, “মণ্ডপ কোথায়? আগুনকে সাক্ষী রেখে ঘোরা কোথায়? বিয়ে কোথায়? এটা কী ধরনের বিয়ে?” কার্যত একই সুরে অপর এক নেটিজেন বলেন, “দুবেজি, কলমা তো পড়ে নিয়েছেন। কিন্তু খৎনা করিয়ে নেবেন না। যাই হোক, আপনাকে অভিনন্দন।” তবে শিবম এইসব উড়ো নেগেটিভিটিকে পাত্তা দিতে একেবারেই নারাজ।

Advertisement

#Trending

More in Cric Gossip