Cricket News
অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার ৬ খেলোয়াড়কে বিলাসবহুল গাড়ি উপহার দিতে চলেছেন আনন্দ মাহিন্দ্রা।

মাহিন্দ্রা কোম্পানির প্রধান কর্মকর্তা আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি ঘোষণা করেছেন যে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের অসামান্য বীরত্বের পুরস্কারস্বরূপ ছয়জন ভারতীয় ক্রিকেটারকে সদ্য চালু করা ‘মাহিন্দ্রা থার’ গাড়ি উপহার দেবেন।
বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেন নতুন থার মোহাম্মদ সিরাজ, টি নটরাজন, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর এবং নভদীপ সাইনিকে দেওয়া হবে। এদের মধ্যে চার জনই ভারতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন।
ভারতীয় দলের সামনে অস্ট্রেলিয়ার গাব্বা দুর্গ অবশেষে ভেঙ্গে পড়ে । এই জয় আসে 32 বছর 2 মাস পরে যখন ভারতীয় দল চূড়ান্ত টেস্টে সব প্রতিকূলতার বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে 2-1 পরাজিত করে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে মাত্র তিনটি টেস্ট খেলে ১৩টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নেন। অন্যদিকে ভারতীয় দলের হয়ে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নামা ওপেনার শুভমান গিল তিনটি ম্যাচ খেলে ২৫৯ রান করেছেন। গিল, মাহিন্দ্রার তালিকার একমাত্র ব্যাটসম্যান, যিনি 2টি হাফ সেঞ্চুরির এবং 91 সর্বোচ্চ স্কোর করে 19 জানুয়ারি ব্রিসবেনে রেকর্ড রান চেজ করেন।গাব্বা টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল গিলের ৯১ রানের ইনিংস। ভারতের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা শার্দুল ঠাকুর ব্রিসবেন ম্যাচে ৭ উইকেট নেন। ম্যাচের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৬৭ রান।অন্যদিকে ব্রিসবেনেই ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর ও নটরাজন। ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট নেন নটরাজন। ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়াশিংটন।
ট্যুইটের মাধ্যমে শিল্পপতি আনন্দ মাহিন্দ্র লেখেন, “ছয়জন তরুণ ক্রিকেটার সাম্প্রতিক ঐতিহাসিক সিরিজে আত্মপ্রকাশ করে অসম্ভবকে সম্ভব করেছে। এই ‘উত্থান’ কাহিনী বর্তমান প্রজন্মের জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই তরুণ আত্মপ্রকাশকারীদের নিউ থার এসইউভি উপহার দিতে পেরে আমি আনন্দিত।”
অ্যাডিলেডে 36 রানে অল আউট হওয়ার পর ব্রিসবেনে ভারতীয় দলের 2-1 এ জয় দেখে দেশের সকল ক্রিকেট প্রেমীদের মতোই বেজায় খুশি হয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।