Cricket News

সিডনি সিক্সার্স-এ স্টার্ক, মেলবোন স্টার্স-এ বেয়ারস্টো

৬ বছর অনুপস্থিত থাকার পর আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলবেন মিচেল স্টার্ক। সিডনি সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার।

এছাড়া আসন্ন মরশুমের জন্য মেলবোর্ন স্টার্সে যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের দশম খেলোয়াড় হিসেবে বিবিএলের এই মরশুমের জন্য চুক্তি করলেন তিনি।

এবারই প্রথম বিগ ব্যাশে খেলবেন বেয়ারস্টো। আশা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের পর বড়দিন শেষে তাকে পাওয়া যাবে। বিগ ব্যাশ লিগে সুযোগ পাওয়া নিয়ে বেয়ারস্টো বলেন,”বিবিএলে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি আমি। পৃথিবীর যে প্রান্তেই থাকিনা কেনো আমি কখনই বিবিএলের ম‍্যাচ মিস করিনা। তাই অবশেষে এই লিগের অংশ হতে পেরে ভালো লাগছে আমার।” এছাড়া তিনি জানিয়েছেন মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গেল ম্যাক্সওয়েলের অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন। মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ ডেভিড হাসি জানিয়েছেন বেয়ারস্টোর উপস্থিতি তাদের ব্যাটিং লাইন আপের ভারসাম্য বাড়ালো এবং একজন ভাল উইকেটরক্ষ দল পেল।

 

আরও পড়ুন

Back to top button