Cricket News

ওয়ানডেতে ৫০০০ রান ফিঞ্চের

সিডনিতে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের ওয়ানডে রান ছিল ৪৮৮৩। আর ১৭ রান করলেই ৫০০০ রান পূরণ করতেন তিনি। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৫০০০ রান করে ফেললেন অজি অধিনায়ক। জসপ্রীত বুমরাহর বলে সিঙ্গেলস নিয়ে এই কীর্তি গড়লেন তিনি।

এদিন ৫০০০ রান করে একটি রেকর্ড করলেন তিনি। সবথেকে কম ইনিংস খেলে অজি ব্যাটসম্যানদের মধ্যে ৫০০০ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফিঞ্চ। ১২৬টি ইনিংসে ৫০০০ রান পূরণ করলেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন এই ম্যাচে ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামা আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। ৫০০০ রান করতে তার লেগেছিল ১১৫টি ইনিংস। ১১টি ইনিংস বেশি খেলে ৫০০০ রান করলেন তিনি। তালিকায় তিন নম্বরে রয়েছেন সদ্য প্রয়াত ডিন জোন্স। ১২৮টি ইনিংসে ৫০০০ রান করেন তিনি।

আজ সিডনিতে ভারতীয় বোলারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ ভালোই হল। শুরুর দিকে টিম ইন্ডিয়ার বোলাররা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। আর তাই সহজেই ২৮ তম অর্ধশতরান পূরণ করলেন অ্যারন ফিঞ্চ এবং ২১ তম অর্ধশতরান পূরণ করলেন ডেভিড ওয়ার্নার। ৫০ করতে ফিঞ্চ নেন ৬৯ বল এবং ওয়ার্নার নেন ৫৪ বল। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একদমই রানের মধ্যে ছিলেন না ফিঞ্চ। কিন্তু দেশের জার্সি গায়েই মাঠে নেমেই জাত চেনালেন অজি অধিনায়ক।

আরও পড়ুন

Back to top button