Connect with us

Cricket News

বিরাটের অনুপস্থিতিতে রাহুলকে বড় সুযোগ দেবে জানালেন হরভজন

Advertisement
Advertisement

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ফলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ তিনটি টেস্টে অন্য কাউকে নেতা হিসাবে দেখা যাবে। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং মনে করছেন, কোহলির অনুপস্থিতি লোকেশ রাহুলের কাছে দারুণ সুযোগ হয়ে দেখা দিতে পারে।

Advertisement

প্রায় এক বছর টেস্ট দলের বাইরে রয়েছেন রাহুল। এখন ভারতের দুই ওপেনার হলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে থাকলেও তাই রাহুলের প্রথম দলে আসার নিশ্চয়তা নেই। হরভজন সেই কারণেই কোহালির অনুপস্থিতিকে রাহুলের কাছে সুযোগ হিসেবে দেখছেন। এখনও পর্যন্ত ৩৬ টেস্টে ৩৪.৫৮ গড়ে ২০০৬ রান করেছেন রাহুল। রয়েছে ৫টি শতরান। সর্বোচ্চ রান ১৯৯ যা এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

ভারতের এই প্রাক্তন অফস্পিনারের মতে, “বিরাট কোহালি ফিরে আসায় রাহুলের কাছে তা দারুণ সুযোগ হয়ে উঠছে। ও টেস্ট দলে ফিরেছে। তবে বিরাট বড় ক্রিকেটার। আর অস্ট্রেলিয়ায় সব সময়ই ও রান করেছে। ফলে, ওর অনুপস্থিতি অনুভূত হবেই। তবে এটা অন্যদের কাছে নিজেদের মেলে ধরার ভাল সুযোগ থাকবে।”

১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টেস্ট সিরিজ। হরভজন বলেছেন, “লোকেশ রাহুল আর চেতেশ্বর পূজারাদের কাছে এই সিরিজ গুরুত্বপূর্ণ। নিজেদের প্রমাণ করতে চাইবে ওরা। আর রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়ায় ওপেন করে, তবে সেটাও বড় ব্যাপার। আমার মনে হয় সফল হওয়ার ক্ষমতা টিম ইন্ডিয়ার রয়েছে। তবে বিরাট আছে কি নেই, তা ভুলে নামতে হবে। দল শুধু এটা মনে রাখ যে অস্ট্রেলিয়ায় জেতার জন্য তারা এসেছে এবং আগের সাফল্যের পুনরাবৃত্তি করতে হবে।”

Advertisement

#Trending

More in Cricket News