দুরন্ত ইনিংসের পর সোশ্যাল মিডিয়ায় মনোজ তিওয়ারির প্রশংসা

তিনি হলেন বর্তমানে বাংলার সেরা ক্রিকেটার। তার ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন বাংলার ক্রিকেটলাভার্সরা। করোনা মহামারীর জন্য বেশ কয়েকমাস খেলা বন্ধ থাকার পর বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ টুর্নামেন্ট দিয়ে বাংলায় খেলা ফিরেছে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও কাস্টমস ক্লাব। যে ম্যাচে কাস্টমসকে ১৭ রানে হারায় মোহনবাগান। দলের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মনোজ। মাত্র ৩৯ বলে ৬১ রান করেছেন এই বর্ষীয়ান ক্রিকেটার।
এত ভাল একটা ইনিংস খেলার পর ভগবান ও শুভান্যুধায়ীদের ধন্যবাদ জানিয়েছেন মনোজ।
Thank u God 🙏
U have always been kind 2 me. Thank u 4 d blessings.
Thank u also 2 all my well wishers Batted first time in a competitive game after 8 months in bengal’s first t20 challenge trophy 🏆 Happy 2 have contributed in [email protected] cause 4 my @Mohun_Bagan Cricket team 😊 pic.twitter.com/KFuCaHdol9— MANOJ TIWARY (@tiwarymanoj) November 24, 2020
কাস্টমসের বিরুদ্ধে ভাল একটা ইনিংস খেলার পর সোশ্যাল মিডিয়ায় মনোজের প্রশংসা করছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। দীপেন রুদ্র লিখেলেন,”মনোজ রানে ফিরেছে আফটার প্যান্ডেমিক হুইচ ইস মোস্ট ইম্পরট্যান্ট ফর বেঙ্গল ক্রিকেট টু।” কৃষ্ণা আগরওয়াল লিখেছেন,”ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার অফ বেঙ্গল।” অনিকেত দাস আবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মনোজকে দেখতে চাইছেন। তিনি লিখেছেন,”কেকেআর মনোজকে পরের আইপিএলে তাদের দলে নিক।” সানি সাহা লিখেছেন,”ফর্ম ইস টেম্পোরারি, ক্লাস ইস পার্মানেন্ট।”
"Form Is Temporary Class Is Permanent!"
What an innings! 🔥🏏 @tiwarymanoj #bengalt20challenge pic.twitter.com/6t8K8jEpNQ— Sunny Saha (@cricfanatic20) November 24, 2020
আজ কালীঘাট ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। এই ম্যাচের মনোজ ও মোহনবাগানের ফ্যানরা চাইছেন তাদের প্রিয় ক্রিকেটারের ব্যাট থেকে আজও যেন একটা বড় ইনিংস আসে। গতকালের মতো মনোজ তিওয়ারির ব্যাট আজও জ্বলে ওঠে কী না সেটাই এখন দেখার।