Cricket News

আবার সেই করোনার জন্যই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম ওয়ানডে স্থগিত

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ কী আদৌ হবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। গত শুক্রবার প্রথম ওয়ান ডে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই ম্যাচ স্থগিত করার কথা জানানো হয়েছিল।

পরিবর্তিত সূচি অনুযায়ী রবিবার পার্লে-তে সিরিজের প্রথম ওযান ডে এবং ৭ ও ৯ ডিসেম্বর কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে খেলার কথা ছিল। রবিবারও ম্যাচ শুরুর ঠিক আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইসিসি তাদের টুইটারে এই খবর জানায়। এবারও আগের মতো একই ঘটনা, করোনার প্রভাব।

ম্যাচ স্থগিত হওয়া প্রসঙ্গে জানা যায়, এবার দু-জন হোটেল কর্মী করোনা পজিটিভ। সেই সংবাদ আসতেই ইংল্যান্ড শিবির পুনরায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়। শনিবার সন্ধ্যায় ইংল্যান্ড দলের প্রত্যেকের করোনা টেস্ট করা হয়।

সেই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত, ম্যাচ শুরুর দিন পিছিয়ে দেওয়ার কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় উভয় দলের পক্ষ থেকে। এখন দেখার বিষয় সবকিছু ঠিক করে, স্বাস্থ্যবিধি মেনে ওয়ানডে সিরিজ চালু করা যায় কী না। আর সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন

Back to top button