Cricket News

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে আলোচনার কেন্দ্রে ৫ উইকেট নেওয়া অনন্ত

মঙ্গলবার তুফানগঞ্জের অনন্তর হাতেই বেসামাল হয়েছিল মোহনবাগান। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ টুর্নামেন্টে মঙ্গলবার প্রথম হ্যাটট্রিক করার নজির গড়েন টাউনের ডানহাতি এই পেস  বোলার। মোহনবাগানের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

হ্যাটট্রিকের তিনটি উইকেট তালিকায় রয়েছে মোহনবাগানের দেবব্রত দাস, আকাশদীপ এবং প্রিন্স যাদব। মাত্র ৩.৩ ওভার বল করে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন অনন্ত। ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ২৩ রানে জয় পায় টাউন ক্লাব। জেলা স্তরে আগে হ্যাটট্রিক করলেও এত বড় মঞ্চে প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত রেলওয়েজের এই ক্রিকেটার।

লকডাউনে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পরেও এরকম পারফরম্যান্সের রহস্য কী জানতে চাইলে অনন্ত জানিয়েছেন, “লকডাউনে হাজার কষ্ট হলেও ট্রেনিং বন্ধ করিনি। প্রয়োজনে মায়ের সঙ্গে ক্রিকেট খেলেছি। তাই এই সাফল্য মাকে উত্‍সর্গ করলাম।”

প্রায় নয় মাস আগে করোনার ধাক্কায় যখন সব বন্ধ হয়ে যায় খেলাধুলো তখন নিজেকে ফিট রাখতে ২৬ হাজার টাকা গাড়ি ভাড়া করে তুফানগঞ্জে ফিরে যান ব্রেট লির ভক্ত অনন্ত। কলকাতায় থাকলে প্র্যাকটিস করা অসম্ভব ছিল অনন্তর জন্য। তাই গ্রামের বাড়িতে ফিরে গিয়ে খোলা মাঠে অনুশীলন চালিয়ে গেছেন।

২০১৮-১৯ মরশুমে সিকে নাইডু ট্রফিতে ১০ ম্যাচে ৫২ উইকেট নিয়ে সবার নজরে উঠে আসেন অনন্ত। সিএবিতে অনূর্ধ্ব-২৩ বিভাগে বর্ষসেরা বোলার হন। এরপর গত বছর অগাস্টে ভারতীয় অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলে সুযোগ পান কোচবিহারের এই ক্রিকেটার। একসময় জুতো কেনার পয়সা না থাকা অনন্তই এখন বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে আলোচনার নাম।

 

আরও পড়ুন

Back to top button