করোনায় আক্রান্ত আরো এক প্রোটিয়া ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার আরও এক ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দুজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। ফলে এই ২ জনসহ মোট ৪ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। গত ১৯ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হন।
ওই ক্রিকেটারের সংর্স্পশে এসেছিলেন অন্য দুই ক্রিকেটার। ফলে এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়া ওই ক্রিকেটারের সংর্স্পশে আসা দুই খেলোয়াড়কে আইসোলেশনে পাঠানো হয়। এমনটাই নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে আইসোলেশনে থাকা চারজন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি সিএসএ।
আগামী ২৭ নভেম্বর থেকে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু করছে প্রোটিয়ারা। ওই সিরিজের আগে কেপ টাউনে জৈব-সুরক্ষা বলয়ের ব্যবস্থা করেছে সিএসএ। জৈব-সুরক্ষা বলয়ের প্রবেশের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৫০ জনের করোনা পরীক্ষার ব্যবস্থা করে সিএসএ। ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে দু’দল। কেপটাউনে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচও অনুষ্ঠিত হবে সেই কেপটাউনেই।