Cric GossipCricket News

অরুণ জেটলির মূর্তি উন্মোচিত হল

সোমবার অরুণ জেটলিকে শ্রদ্ধার্ঘ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন প্রয়াত বিজেপি নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছ’ফুটের মূর্তি উন্মোচন উপলক্ষ্যে শাহ উপস্থিত ছিলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (আগে নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম)।

জেটলির ৬৮ তম জন্মবার্ষিকীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘বন্ধু’ জেটলির স্মৃতিচারণা করে টুইট করেছেন এদিন। গত বছর অগাস্টে প্রয়াত হন জেটলি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ জেটলির নামেই হবে। পাশাপাশি এখানে তাঁর মূতিও বসবে। এদিন মূর্তি উন্মোচন হল। অনুষ্ঠানে এক মঞ্চেই দেখা গেল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাকে। ছিলেন অমিত পুত্র ও বোর্ড সচিব জয় শাহ। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর-সহ অনেকেই ছিলেন।

১৯৯৯ থেকে ২০১৩। দীর্ঘ ১৪ বছর দিল্লি ডিসট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট পদ সামলানো জেটলি অত্যন্ত দক্ষ ক্রীড়া প্রশাসকও ছিলেন। শাহ এদিন বলছেন,” অরুণ জেটলি ভারতীয় রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী অবদান রেখেছেন। অত্যন্ত নিষ্ঠা ও আবেগের সঙ্গেই জাতির সেবা করেছেন। আমার হৃদয় থেকে ওনাকে শ্রদ্ধার্ঘ্য। যে স্টেডিয়ামে আমি দাঁড়িয়ে আছি সেই স্টেডিয়াম অজস্র ক্রিকেট ইতিহাসের সাক্ষী। আমার কাছে এটা অত্যন্ত গর্বের।”

আরও পড়ুন

Back to top button