Cricket NewsIndian Cricket TeamInternational Cricket

ব্রিসবেনে ভারতীয় বোলারদের পারফরম্যান্সে খুশি অস্ট্রলিয়ার বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, এই কথা বললেন

১৫ জানুয়ারি শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। বিশেষ করে এই অনভিজ্ঞ বোলিং লাইন আপ বেশ ভালো পারফরম্যান্স করেছে। অনেকেই মুগ্ধ হয়েছেন।

এই নিয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, “আমার মনে হয় ওরা খুবই ধারাবাহিক ছিল। আমার মনে হয়েছে বিশেষ করে ওয়াশিংটন সুন্দর অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গাটি ভালোভাবেই পূরণ করেছেন এবং বেশ টাইট লেংথে বল করে গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে সক্ষম হয়েছেন। তো আমার কাছে, উনি এমন একজন বোলার যিনি খেলার ধরণটিকে বেশ ভালোমতই ধরেছেন আর আমার কাছে উনি বেশ ভালো পারফর্ম করেছেন।”

ব্রিসবেন টেস্টে অভিষেক হয় পেসার টি-নটরাজন ও স্পিনার ওয়াশিংটন সুন্দরের। দুজনেই অভিষেক ম্যাচে সফল। নটরাজন ও সুন্দর দুজনেই ৩টি করে উইকেট সংগ্রহ করেন। এছাড়া দ্বিতীয় টেস্ট খেলা শার্দূল ঠাকুরও নেন ৩টি উইকেট।

আরও পড়ুন

Back to top button