মুস্তাক আলি ট্রফিতে ব্যাটিং ঝড় , ৫১ বলে ১৪৬ রান করলেন পুনিত বিস্ত

বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রেকর্ড গড়লেন মেঘালয়ের অধিনায়ক পুনিত বিস্ত। মিজোরামের বিরুদ্ধে খেলতে নেমে ছটি বাউন্ডারি ও ১৭টি ওভারবাউন্ডারির সাহায্যে ৫১ বলে ১৪৬ রান করলেন তিনি। তার ব্যাটিং ঝড়ে গ্রুপ ম্যাচে মিজোরামের বিপক্ষে ১৩০ রানে বিশাল জয় পেল মেঘালয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার সময় টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছয়ের রেকর্ড ছিল ইউনিভার্স বস তথা ক্রিস গেইলের। পুনিত সেই রেকর্ডকে ছুঁয়ে ম্যাচে ১৭টি ছয়ের রেকর্ড গড়লেন। একইসঙ্গে সৈয়াদ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে শ্রেয়স আইয়ারের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এল তার ব্যাট থেকে। শ্রেয়স আইয়ার এই টুর্নামেন্টে ১৪৭ রান করেছিলেন।
মেঘালয়ের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ডিবি রবি তেজা ৭ রান করেই আউট হয়ে যান। যোগেশ তেয়ারিও ৪৭ বলে ৫৩ রান করেছেন। ছয়টি বাউন্ডারি ও দুটি ওভারবউন্ডারির সুবাদে তিনি দ্রুত অর্ধশতরান করেন। দীপ্পু সাংমা এক রান করেই উইকেট হারান। পরে ব্যাট করতে নেমে পুনিত বিস্ত মিজোরামের বিরুদ্ধে একাই খেলে গিয়েছেন।
২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে মিজোরাম ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১০০ রান করেছে। মেঘালয়ের হয়ে পুনিত ১৪৬ রান করে অপরাজিত ছিলেন ও যোগেশ তেওয়ারি ৫৩ রান করেছেন। অপরদিকে মিজোরামের কে বি পবন ৩৩ ও প্রতীক দেশাই ২৭ রান করেছেন। পুনিতের এই অসাধারণ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।