Connect with us

Cricket News

IND Vs WI: সিরিজের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশের অনুমতি দিলো বিসিসিআই! তবে সাথে রয়েছে একাধিক কিন্তু?

Advertisement
Advertisement

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সিরিজের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার পূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড ইডেন গার্ডেন্সে ৭০% দর্শকের প্রবেশাধিকার দিলেও শেষমেষ সেই সিদ্ধান্তের ইতি টানতে বাধ্য হয় বিসিসিআই। হঠাৎ পশ্চিমবঙ্গে কোভিডের লাগামহীন সংক্রমণ এর পেছনে দায়ী ছিল। তবে চলতি মাসে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছেন পশ্চিমবঙ্গের জনসাধারণের জনজীবন। তাছাড়া ক্রিকেটের নন্দনকানন দীর্ঘদিন পর হতে চলেছে আলোকোজ্জ্বল।

আর এই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে আবেদন জানায় সিএবি। তবে প্রথম দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরিজের শেষ ম্যাচে কিছু সংখ্যক দর্শক মাঠে প্রবেশাধিকার পাবে বলে জানা গেছে। তবে কত সংখ্যক দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য দিতে পারেনি সিএবি।

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’বিসিসিআই-কে অনুরোধ করেছিলাম, যাতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওরা বিষয়টা ভেবে দেখে দর্শক প্রবেশের অনুমোদন দিয়েছে। যদিও প্রথম দু’টি ম্যাচে সেটা হচ্ছে না। কিন্তু তৃতীয় ম্যাচে কিছু লোক হবে। এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ঠিক কত লোক হবে। সবে অনুমোদন এসেছে। আমাদের ক্যালকুলেশন করতে হবে। মনে হচ্ছে ২৪-২৫ হাজার টিকিট হবে।’

তবে কীভাবে সাধারণ ক্রিকেটপ্রেমীরা সেই টিকিট সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে স্পষ্ট করেননি অভিষেক ডালমিয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমস্ত হিসাব-নিকাশ কষে তবেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকে বলা সম্ভব নয়। উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের একমাত্র সাধারণ দর্শক হিসেবে শচীন পুত্র সুধীর গৌতম মাঠে প্রবেশের অনুমতি পেয়েছেন।

Advertisement

#Trending

More in Cricket News