Connect with us

Cricket News

WTC Final: অনুশীলন ম্যাচে জ্বলে উঠলেন পন্থ, বুমরা-সামিদের বাউন্স সামলালেন বিরাট-গিলরা, দেখুন ভিডিও

  • by

Advertisement
Advertisement

১৮ জুন থেকে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দল কঠোর প্রশিক্ষণ নিচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এজিয়াস বোল স্টেডিয়াম সংলগ্ন মাঠে নেটে অনুশীলন করা বিরাট কোহলি এবং দলের বাকি সদস্যদের ভিডিও টুইট করেছে। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, ঋষভ পন্থ এবং অধিনায়ক কোহলিকে নেটে জোরদার অনুশীলন করতে দেখা গেছে। বোলারদেরও তীব্র সেশন ছিল- জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি এবং রবিচন্দ্রন অশ্বিনকে নেটে বোলিং করতে দেখা যায়। নেটে অনুশীলনের শেষে গোটা দল দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলতে নেমে যায়।

Advertisement

অন্যদিকে, বিপক্ষ নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে, যেখানে তাদের অধিনায়ক উইলিয়ামসন চোট পেয়ে বাইরে রয়েছেন। ওপেনার টম ল্যাথাম তাদের নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে কিউয়ি দলকে নেতৃত্ব দিচ্ছেন। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ১৮ থেকে ২২ জুন সাউদাম্পটনের এজিয়াস বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গত বছরে নিউজিল্যান্ডের ঘরের মাঠে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেই টেস্টে চার ইনিংসে মাত্র একবার ২০০ রানের গণ্ডি পার করেছিল ভারত। কোহলী ২ টেস্টে মাত্র ৪১ রান করেছিলেন। এইবার টিম ইন্ডিয়া সেই সিরিজ হারের বদলা নিতে মরিয়া হবে।

Advertisement

#Trending

More in Cricket News