Cricket News

পিতৃহারা বেন স্টোকস

মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের বাবা জেড স্টোকস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জেড স্টোকসের প্রাক্তন ক্লাব ওয়াকিংটন টাউন মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করে, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সাবেক খেলোয়াড় ও কোচ জেড স্টোকস মারা গেছেন। টাউনের ইতিহাসে তার নাম লেখা থাকবে। বেন, ডেব ও জেমসের প্রতি সহমর্মিতা রইল।”

বেন স্টোকস তার বাবার মৃত্যুর পর আজ সকালে একটি টুইট করেন।

বেন স্টোকসের আইপিএল দল রাজস্থান রয়্যালসও স্টোকসের বাবার মৃত্যুর পর টুইটারে তার একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানায়।

বেন স্টোকসের মত জেড স্টোকসও খেলোয়াড় ছিলেন। নিউজিল্যান্ড রাগবি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন তিনি। পরে জাতীয় দলের কোচিংও করিয়েছেন জেড স্টোকস।

১৯৮২-৮৩ মরশুমে ইংল্যান্ডের ওয়াকিংটন টাউন ক্লাবে খেলেছেন জেড। ২০০৩ সালে কোচ হিসেবে এই ক্লাবে ফেরার সময় নিউজিল্যান্ড থেকে বেন স্টোকসকেও সঙ্গে করে নিয়ে ‍যান জেড। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া স্টোকস এরপর ধীরে ধীরে জায়গা করে নেন ইংল্যান্ড জাতীয় দলে।

আরও পড়ুন

Back to top button