Cricket News

এই মাসের শেষের দিকে হওয়ার কথা বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতা

সম্ভবত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতা, আজ সিএবিতে স্বাক্ষরিত হলো প্রাথমিক মউ চুক্তি। উপস্থিত ছিলেন সিএবির প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, ভাইস প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি এবং আরো অন্যান্য সদস্যরা। ৬ দলীয় এই প্রতিযোগিতায় প্রতিটি দল তাদের ৮ জন করে খেলোয়াড়কে রাখতে পারবে আগের বছরের দলের সঙ্গে। বাকি খেলোয়াড় ড্রাফটিং এর মাধ্যমে নিতে হবে।

এই টুর্নামেন্টটি হবে আইপিএল ধাঁচে। আইপিএলের মতোই গ্ৰুপ পর্বের খেলার পর হবে প্লে-অফ। প্লে-অফে কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ২ হবে আইপিএল ২ এর মতো।

২০ ওভারের এই টুর্নামেন্টে যে ৬টি দল অংশগ্রহণ করবে তারা হল ইস্টবেঙ্গল, মোহনবাগান, টাউন ক্লাব, তপন মেমোরিয়াল, কালীঘাট ক্লাব ও কাস্টমস ক্লাব। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্স-এ। প্রতিদিন ২টি করে ম্যাচ খেলা হবে। তবে ম্যাচের সময় এখনো ঠিক হয়নি। কবে টুর্নামেন্ট শুরু হবে সেটা ঘোষিত হলেই জানা যাবে প্রতিদিনের ম্যাচের সময়সীমা।

 

আরও পড়ুন

Back to top button