Cricket News

ভালভাবে চলছে বাংলার প্রস্তুতি

আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে জাতীয় টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফি। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ছটি গ্ৰুপে সব দলকে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে বি গরুপে। এই গ্ৰুপের অন্যান্য দলগুলি হল অসম,ঝাড়খন্ড, তামিলনাড়ু ও হায়দরাবাদ।

সৈয়দ মুস্তাক আলী ট্রফির জন্য কয়েকদিন আগে থেকে থেকে শুরু হয়ে গেছে বাংলার অনুশীলন। অনুশীলনে উপস্থিত থাকছেন বাংলা দলের কোচ অরুণ লাল, স্পিন বোলিং কোচ উৎপল চ্যাটার্জি, পেস বোলিং কোচ রণদেব বোস এবং ভিশন ২০২০ এর পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ।

মুস্তাক আলী ট্রফির জন্য বাংলার প্রস্তুতি কেমন চলছে সেই প্রসঙ্গে বাংলার সিনিয়র ব্যাটসম্যান মনোজ তিওয়ারি জানালেন,”আমরা সকাল থেকে দুটো সেশন করছি। একটা ১২টা-১টা অবধি। তারপর লাঞ্চ। আবার একটা সেশন। ভিভিএস লক্ষ্মণ আমাদের এখানে ১০ দিনের ক্যাম্পের জন্য এসেছেন। তিনি যখনই আসেন আমাদের লম্বা লম্বা সেশন হয়। আমরা সবরকম প্রিপারেশন করে রাখছি। আমরা জানি এখন যা নিয়ম হয়েছে প্রত্যেকটা গ্ৰুপ থেকে একটাই টিম কোয়ালিফাই করবে। তার জন্য আমাদের যা যা প্রস্তুতি নিতে হচ্ছে আমরা চিন্তাভাবনা করে নিচ্ছি।”

আরও পড়ুন

Back to top button