Cricket NewsIPL League

দেখুন কোন প্লেয়ারের ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভাজ্জি

রোহিত শর্মার ফিটনেস নিয়ে ধোঁয়াশা, এবং জাতীয় দলে তাঁর সুযোগ না পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার প্রশ্ন উঠল আরও এক তারকার সুযোগ না পাওয়া নিয়ে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। যিনি কিনা গত কয়েক মরশুম ধরে ক্রমাগত ভাল পারফরম্যান্স করে আসছেন। কিন্তু জাতীয় দলের শিকে তাঁর কপালে ছেঁড়েনি।

এই বছর মুম্বইয়ের হয়ে আইপিএলে নিয়মিত পারফর্ম করা সত্বেও ব্রাত্য থেকে গিয়েছেন সূর্য। প্রথমে শোনা গিয়েছিল অন্তত সীমিত ওভারের ক্রিকেটে ডাক পেতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিন ফরম্যাটের কোনওটিতেই সূর্যকুমার কে সুযোগ দেননি নির্বাচকরা। যা নিয়ে এবার নির্বাচকদের একহাত নিলেন দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

এক টুইটে ভাজ্জির প্রশ্ন, সুযোগ পেতে হলে আর কী কী করতে হবে সূর্যকে?

তিনি বলছেন,’জানি না। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সূর্যকুমার যাদবকে আর কী কী করতে হবে? ও আইপিএলের সব মরশুমে এবং রনজি ট্রফিতেও নিয়মিত ভাল খেলছে। জানি না একেক জনের জন্য একেক রকম নিয়ম নাকি। আমি নির্বাচকদের অনুরোধ করব, দয়া করে এবার সূর্যকুমার যাদবের পারফম্যান্সের দিকে একটু নজর দিন।’

আরও পড়ুন

Back to top button