Cricket News

আজ শুরু বঙ্গবন্ধু টি-২০ কাপ

বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। মিরপুরের শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টের অন্য দলগুলো হল: গাজী গ্রুপ, ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে।

আজ প্রথম ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হয় এবং দিনের দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভ্যেনুতে হবে। টুর্নামেন্টের ২৪টি ম্যাচ একই ভেন্যুতে হবে। দেশের নতুন ও একমাত্র ক্রীড়া বিষয়ক চ্যানেল টি-স্পোর্টস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।

বঙ্গবন্ধু টি-২০ কাপ-২০২০ শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। লিগ পর্বের ২০ ম্যাচের পর শীর্ষ দলগুলোর মধ্যে চতুর্থ ও তৃতীয় দল একে অপরের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচের খেলবে। লিগ পর্বে শীর্ষ দুটি দল কোয়ালিফাই বাছাইপর্বে একে অপরে মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী সরাসরি ফাইনালে চলে যাবে। অন্যদিকে, ম্যাচে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাই বিজয়ীদের মুখোমুখি হবে। এ ম্যাচে বিজয়ী ফাইনাল খেলতে পারবে।বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে সাকিবের জেমকন খুলনা মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের।

আরও পড়ুন

Back to top button