Cricket News

শুরু হল ব্রিসবেন টেস্ট, এই দুই ক্রিকেটারের ভারতীয় জার্সিতে টেস্ট অভিষেক হল

আজ ব্রিসবেনের গাব্বায় শুরু হল টেস্ট সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচ। ৪ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল বর্তমানে ১-১। শেষ ম্যাচ জিতে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই লক্ষ্য সিরিজ পকেটে পোরার। তবে গাব্বায় নামার আগেই চোট সমস্যায় আক্রান্ত ছিল ভারত। চোটের কারণে এই টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও হমুনা বিহারী। শুক্রবার দুই অভিজ্ঞ বোলার জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়ায় মাঠে নামল টিম ইন্ডিয়া।

ব্রিসবেনে টেস্ট অভিষেক হল টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের। ভারতের ৩০০তম টেস্ট পেলেন বাঁ-হাতি পেসার নটরাজন। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন বোলিং কোচ ভরত অরুণ। জয়দেব উনাদকটের পর ভারতের হয়ে কোনও বাঁ-হাতি পেসারের টেস্ট অভিষেক হল। আর ৩০১ নম্বর ভারতীয় টেস্ট ক্যাপ পেলেন সুন্দর।

তাঁর হাতে টেস্ট ক্যাপে তুলে দেন রবিচন্দ্রন অশ্বিন। চোটের কারণে এদিন খেলতে পারেনি চলতি সফরে ভারতের সফলতম বোলার অশ্বিন।

চলতি অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে এবং টি-২০ অভিষেক হয় নটরাজনের। এবার টেস্ট অভিষেক।

বলা যেতে পারে তার একটা স্বপ্নের অভিষেক হল। প্রথমে অস্ট্রেলিয়া সফরের দলে ছিলেন ভারতের এই বাঁ-হাতি পেসার। ক্রিকেটের তিন ফরম্যাটে বদলি হিসেবে দলে যোগ দিয়ে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপান তামিলনাড়ুর বছর সাতাশের এই ক্রিকেটার। ২ ডিসেম্বর ক্যানবেরায় ওয়ান ডে অভিষেক। তারপর ৪ ডিসেম্বর ক্যানবেরাতেই ভারতের হয়ে টি-২০ অভিষক হয়েছিল নটরাজনের। ওয়ানডেতে তার সংগ্রহ ছিল ২টি উইকেট। টি-২০ তে আরো ভালো বল করে ৩ ম্যাচে ৬ উইকেট সংগ্রহ করেন তিনি। তবে টেস্ট অভিষেকর আগে দেশের হয়ে ২৬টি টি-২০ এবং একটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তামিলনড়ুর অফ-স্পিনার।

টস জিতে গাব্বায় প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান ক্যপ্টেন টিম পেইন। শুরুতে উইকেট হারালেও ধীরে ধীরে ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করছে অস্ট্রেলিয়া।

সিডনি টেস্টের দল থেকে ব্রিসবেনে ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়। রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন শেষ টেস্টে খেলতে পারেননি। এঁদের পরিবর্তে দলে এসেছেন মায়াঙ্ক  আগরওয়াল, শার্দুল ঠাকুর, টি নটরাজন ও ওয়াশিংটন সুন্দর। ভারত পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছে। মেলবোর্নে টেস্ট অভিষেক হয় সিরাজ, সিডনিতে টেস্ট অভিষেক হয়েছে সাইনির এবং ২০১৮ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শার্দুলের।

অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন। চোটের জন্য ছিটকে যাওয়া উইল পুকোভস্কির পরিবর্তে দলে এসেছেন মার্কাস হ্যারিস। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করেন হ্যারিস। এর আগে দেশের হয়ে ৯টি টেস্ট খেলেছেন ২৮ বছরের বাঁ-হাতি অজি ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ১০০ তম টেস্ট খেলছেন ন্যাথান লিও। যেটা তার কাছে একটা বড় মাইলস্টোন। তিনি চাইবেন এই ম্যাচে ভাল বোলিং করে কীর্তি স্থাপন করতে।

 

আরও পড়ুন

Back to top button