Cricket NewsIndian Cricket Team

চোট পেয়ে ছিটকে গেছেন বুমরাহ, তার পরিবর্তে খেলতে এই তারকা ক্রিকেটার

সিডনি টেস্ট শেষ হওয়ার মুহুর্তেই একের পর এক খারাপ খবর পেয়েই চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে ম্যাচ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং হনুমা বিহারী। আর এবার সব থেকে বড় ধাক্কাটি পেল ভারতীয় শিবির। কুঁচকির টান ধরায় চতুর্থ টেস্ট খেলতে নামবেন না তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। আর এর ফলে জোর জল্পনা শুরু হয়েছে কে সুযোগ পাবে তার জায়গায়।

ইতিমধ্যেই একেবারে তরুণ পেস ব্রিগেড নিয়ে খেলতে হচ্ছে ভারতীয় দলকে। মহম্মদ সিরাজ এবং নভদীপ সাইনির টেস্ট অভিষেক করেছেন এই সিরিজেই। ফলে একেবারে অভিজ্ঞতাহীন এই পেস ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। আর এবার তার চোটের জেরে আবারও এক অনভিজ্ঞ পেসারের আগমণ ঘটছে, তা নিশ্চিত। ইতিমধ্যেই উমেশ যাদবের পরিবর্তে এসেছেন বা হাতি পেসার টি নটরাজন, আর মহম্মদ শামির জায়গায় এসেছেন শার্দুল ঠাকুর।

এই পরিস্থিতিতে ভালো অপশন হিসেবে শার্দুলকে সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া। কারণ ভাল বল করার পাশাপাশি তিনি প্রয়োজনে ব্যাটটাও ঠিকঠাক করতে পারেন। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে যেটা কার্যকরী হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে নটরাজনের থেকে শার্দুলের অভিজ্ঞতা অনেক বেশি, যদিও এই দীর্ঘ ফর্ম্যাটে দুজনেই অনভিজ্ঞ। এদিকে শার্দুল ঠাকুরের ব্যাটিংয়ের হাত বেশ ভালোই। ফলে ব্যাটিং গভীরতাও বাড়বে এই অপশনে। ফলে পুনের এই অভিজ্ঞ ডানহাতি পেসার পেতে পারেন সুযোগ। এখন দেখার ব্রিসবেন টেস্টে তিনি সুযোগ পান কি না।

আরও পড়ুন

Back to top button