স্টিভ স্মিথের বিরুদ্ধে বদলা, তাকে নকল করলেন রোহিত শর্মা

চলতি ব্রিসবেন টেস্টে ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াই চললেও বেশ কিছু দারুণ মুহুর্তের উপহার দিয়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা। ব্যাট হাতে ৪৪ রানের ইনিংস খেললেও, ফিল্ডিংয়ের সময় বেশ প্রাণবন্ত লাগছিল তাকে। নভদীপ সাইনির চোটের জেরে ওভারের বাকি একটি বল মিডিয়াম পেসে বোলিং করা হোক, কিংবা ঋষভ পন্থের সুশ্রুষার সময়ে তাঁর গ্লাভস হাতে নিয়ে উইকেটকিপিংয়ের অনুশীলন করা – সব কিছুই করে ফেলেছেন হিটম্যান। এবার এমন একটি কাজ করে বসলেন, যা দেখে নির্ঘাত মজা পেয়ে যাবেন ক্রিকেটপ্রেমীরা।
চার উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া। এমন সময় ইনিংসটিকে ধরে রাখার ক্ষেত্রে কাজ করছিলেন তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও নবাগত অল-রাউন্ডার ক্যামেরন গ্রিন। এই অবস্থায় যখন ড্রিঙ্কস বিরতি ডাকা হয়েছিল, সেই সময় স্মিথের সামনেই ব্যাটিং ক্রিজে এসে শ্যাডো প্র্যাকটিস করেন রোহিত শর্মা। আর সেই ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
RohitSharma trolling SteveSmith in front of him by doing Shadow batting😂#INDvsAUS #AUSvsIND #GabbaTest #INDvsAUSTest pic.twitter.com/dn6quvjTRn
— 尺ㄩ𝘴𝖙ꫝꪊꪑ ꪜꪖꪑ𝘴𝖎 (@RusthumVamsi) January 18, 2021
গত টেস্টে ঋষভ পন্থ যখন ব্যাটিং করছিলেন, তাঁর আগে ক্রিজে এসে পন্থের গার্ড মার্ক মুছে দিয়েছিলেন স্টিভ স্মিথ। যদিও সেই বিষয় নিয়ে বেশ অদ্ভুত অজুহাত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছিলেন, “এটি আমি খেলার মাঝে করেই থাকি, আমি ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই যে বোলাররা কোথায় বল করছেন। আর তারপর অভ্যেসের বশে আমি সেন্টারে গার্ড মার্ক করি। এটি খুবই লজ্জার যে এটি এবং অন্যান্য কিছু ঘটনা সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে ভারতীয় দলের তরফ থেকে যারা অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন।”
আর এবার স্মিথের অভ্যাসকে নকল করলেন রোহিত শর্মা। যা দেখে ভারতীয় সমর্থকরা বেশ মজাই পেয়েছেন। এদিন ৫০ করেন স্মিথ। তারপর ৭৪ বলে ৫৫ করে প্যাভিলিয়নে ফেরেন।