Cricket News

বক্সিং ডে টেস্টের দর্শকসংখ্যা বাড়ল

ওয়ানডে আর টি-২০ সিরিজ শেষ। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতলেও টি-২০ সিরিজে দারুণ প্রত্যাবর্তন করে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। এবার আসল লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত আর অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহেই শুরু হবে টেস্ট সিরিজ। এরপর ২৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট ক্রিকেট গ্রাউন্ডে হতে চলা সেই টেস্টে দর্শকসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিক্টোরিয়া প্রশাসন।

ভিক্টোরিয়ার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ব্রেট সুট্টন দর্শক সংখ্যা ২৫ হাজার থেকে ৩০ হাজার করার অনুমতি দিয়েছেন। অর্থাৎ ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রতি দিন ৩০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। সাধারণত এমসিজিতে ১ লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারেন। এর আগে করোনা মহামারির জন্য প্রতিদিন ২৫ হাজার দর্শকের জন্য বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখার অনুমতি ছিল।

করোনার প্রকোপ কমে যাওয়ায় এবার দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪০ দিনে ভিক্টোরিয়ায় নতুন করে কেউই করোনা আক্রান্ত হননি। সেই কারণেই দর্শকসংখ্যা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার দিন-রাতের গোলাপী বলের টেস্ট। এই ম্যাচে প্রতিদিন ২৭ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।

আরও পড়ুন

Back to top button