ব্রিসবেনে টেস্ট অভিষেক হল, প্রথম ম্যাচেই রেকর্ড করলেন এই ভারতীয় ক্রিকেটার

আজ ব্রিসবেনে টেস্ট অভিষেক হল দুজন ভারতীয় ক্রিকেটারের। ৩০০ তম টেস্ট ক্যাপ পেলেন নটরাজন এবং ৩০১ তম টেস্ট ক্যাপ পেলেন ওয়াশিংটন সুন্দর। অভিষেক টেস্টের প্রথমদিন সেরকম কিছু করতে না পারলেও একটা রেকর্ড করলেন সুন্দর।
২৫টি টি-২০ ও ১টি ওয়ানডে ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর এদিন আউট করলেন বর্তমানের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। স্মিথ যিনি ভারতের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে ব্যর্থ হলেও তৃতীয় টেস্টে ১৩১ ও ৮১ রান করেন।
India gets a breakthrough! 💥
Washington Sundar takes down Steve Smith to earn his first Test wicket 👏#AUSvIND | https://t.co/oDTm20rn07 pic.twitter.com/UJWUnI3AMn
— ICC (@ICC) January 15, 2021
এদিনও শুরু থেকেই বিপজ্জনক দেখাচ্ছিল তাকে। তৃতীয় টেস্টের মতো চতুর্থ টেস্টেও মার্নাস লাবুশেনের সঙ্গে পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের ৭০ রানের পার্টনারশিপ ভাঙলেন টেস্ট অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর। সুন্দরের ফ্লাইটেড ডেলিভারি শর্ট মিডউইকেটে পাঠান স্মিথ। সেখানে তার ক্যাচ তালুবন্দী করেন রোহিত শর্মা। শুরুটা ভাল করেও ৭৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে আউট হন তিনি। আর স্মিথের মত বর্তমানে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানকে অভিষেক টেস্টে আউট করে রেকর্ড করলেন এই তরুণ ভারতীয় স্পিনার।