Cricket News

দু সপ্তাহ মাঠের বাইরে ধনঞ্জয় ডি সিলভা

উরুর চোট নিয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা। শনিবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। তার সেরে উঠতে লাগবে অন্তত দুই সপ্তাহ।

রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এরপর আইসিসির পক্ষ থেকেও টুইট করে চোটের বিষয়টি কনফার্ম করা হয়।  চোট থেকে সেরে উঠে ক্রিকেট মাঠে ফিরতে দুই সপ্তাহ লাগবে তার। ফলে চলতি সিরিজে আর খেলা হচ্ছে না ধনঞ্জয়ের।

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ৬ উইকেটে ৩৪০ রান তুলেছিল শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিং নেওয়ার পর মাত্র ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। তখনই ত্রাতা হয়ে দেখা দেন দিনেশ চান্ডিমাল ও ধনঞ্জয় ডি সিলভা। ১৩১ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৭৯ রানে আহত হয়ে মাঠ ছাড়েন ডি সিলভা।

আরও পড়ুন

Back to top button