অদ্ভুত ঘটনা ভারতীয় দলে, এই দুজন ভারতীয় ক্রিকেটার খেললেন ৪টি টেস্ট ম্যাচ

গতকাল শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ। ব্রিসবেনের গাব্বায় এই টেস্ট খেলা হচ্ছে। সিডনিতে তৃতীয় টেস্টে দারুণ লড়াই করে ভারত হারা ম্যাচ ড্র করে। তবে এসবের মধ্যে সিরিজের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে চোট। চোটে জর্জরিত ভারত যেন একটা মিনি হাসপাতালে পরিণত হয়ে গেছে।
চোট সমস্যার জন্যই ভারতীয় দলে অদ্ভুত একটা ঘটনা হয়েছে। যা প্রথমবার। এর আগে এরকম কোনও কিছুই হয়নি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ৪টি ম্যাচে চোটের জন্য অনেক ক্রিকেটার ছিটকে গেছেন। তাদের জন্য অনেকের অভিষেকও হয়েছে। মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, শুভমান গিল, টি-নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর এই পাঁচজনের টেস্ট অভিষেক হয়েছে। তবে কেউ প্রথম ম্যাচ থেকে দলের সঙ্গে ছিলেন না।
চোটের জন্য একমাত্র দুজন ক্রিকেটার যারা ৪টি টেস্টেই খেললেন ভারতের হয়ে। তারা হলেন দলের ব্যাটিং বিভাগের দুজন প্রধান ভরসা চেতেশ্বর পূজারা ও অধিনায়ক অজিঙ্কে রাহানে। পূজারা ও রাহানে দুজনেই ভারতের হয়ে ৪টি টেস্ট খেললেন।অর্থাৎ ১১ জন ক্রিকেটারের মধ্যে মাত্র ২ জনকে ৪টি টেস্টেই খেলতে দেখা গেল। যেটা সত্যিই অবাক করার মত বিষয়। তবে যেভাবে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় ক্রিকেটাররা চোট পেয়ে ছিটকে গেছেন এই সমস্যা যেন আর কোনো সিরিজে টিম ইন্ডিয়াকে ফেস না করতে হয়।