দীপাবলির শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

বিরাট কোহলি তো টুইট করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন। বিরাট ছাড়াও শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। শুভেচ্ছা জানানো হল কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে। অস্ট্রেলিয়া থেকে ভারতীয় বন্ধুদের জন্য দীপাবলির শুভেচ্ছা জানালেন ডেভিড ওয়ার্নার।
ভিভিএস লক্ষ্মণ টুইট করেছেন, “সবাইকে শুভ দীপাবলি। আপনাদের জীবন আলোকিত হোক শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও সুস্বাস্থ্যে।”
Wishing all of you Happy Deepavali 🪔 🪔 May the Divine Light of Diwali Spread into your Life Peace, Prosperity, Happiness and Good Health. pic.twitter.com/hCGca7bU3J
— VVS Laxman (@VVSLaxman281) November 14, 2020
শেহবাগ লিখেছেন, “আপনাদের পথ আলোকিত থাক ভালবাসা ও আনন্দে।”
May your path always be lit with love and happiness. Wish you a very#HappyDiwali2020 pic.twitter.com/r2pPVZ8QYm
— Virender Sehwag (@virendersehwag) November 14, 2020
গম্ভীর টুইট করেছেন, “সমস্ত অন্ধকার দূর হোক আলোর উৎসবে। আশা ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা হোক।”
May the festival of lights demolish all darkness of 2020 & usher in a new era of hope & prosperity! A very #HappyDiwali to all! Light a diya for all those who died protecting us from the enemy & the pandemic!
— Gautam Gambhir (@GautamGambhir) November 14, 2020
এছাড়া কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওর মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান রাহুল ত্রিপাঠী ও গৌতম গম্ভীর।
A light is the first and everlasting symbol of hope!
May this festival illuminate your lives with health, peace, and prosperity. Happy Diwali! 🪔@DineshKarthik @ImRTripathi #KKR pic.twitter.com/Dp5UXLNWWL
— KolkataKnightRiders (@KKRiders) November 14, 2020
অস্ট্রেলিয়া থেকে সব ভারতীয় বন্ধুদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,”আমার সব ভারতীয় বন্ধুদের দীপাবলির শুভেচ্ছা জানাই।”
Happy Diwali to all our friends in India 🙏#india https://t.co/y8wF4nzvgq
— David Warner (@davidwarner31) November 14, 2020
যুবরাজ সিং শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,”২০২০ সালে যে অন্ধকার এসেছে দীপাবলি যেন সেই অন্ধকারের বিনাশ করতে পারে। আজ সামনের সারির কর্মীদের বিশেষ ধন্যবাদ দিতে চাই যারা নিঃস্বার্থভাবে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করেছে। আশা করছি তোমরা তোমাদের কাছের মানুষদের সঙ্গে এই দীপাবলি কাটাতে পারবে। শুভ দীপাবলি।”
May the light & divinity of Diwali mark the end of all darkness that 2020 has brought. A special thanks to our selfless frontline workers who’ve battled the pandemic with an admirable sense of duty. May you all spend Diwali in the warmth & company of close ones. Happy Diwali 🪔 pic.twitter.com/cjR6U6BNk5
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 14, 2020