Cricket News

স্বপ্নের অভিষেক ক্যামেরন গ্রিনের

আজ অ্যাডিলেড গোলাপি বলের দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হল তরুণ অল-রাউন্ডার ক্যামেরন গ্রিনের। এর আগে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক অভিষেক হয় গ্রিনের। প্যাট কামিন্স তার হাতে ক্যাপ তুলে দেন। ৪৫৯ তম ক্রিকেটার হিসাবে টেস্টে অভিষেক হয় গ্রিনের।

অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে যে, গ্রিনের খেলা তার ফিটনেসের উপর নির্ভর করে। কারণ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সময় জসপ্রীত বুমরাহ’র বলে চোট পান তিনি। তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন কী না তা নিয়ে প্রশ্ন উঠছিল।বৃহস্পতিবার, গ্রিন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২১ বছর বয়সে তিনি টেস্ট অভিষেকের সুযোগ পেলেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন আগের দিনই গ্রিন জানিয়েছিলেন যে, তিনি বৃহস্পতিবার টেস্টে আত্মপ্রকাশ করবেন।

এদিন মাঠে উপস্থিত ছিলেন গ্রিনের বাবা গ্যারি গ্রিন। তার টেস্টে অভিষেকের একটি সুন্দর মুহূর্তের সাক্ষী থাকেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানায়।

যদিও আজ অভিষেক টেস্টে বল করতে এসে প্রথম বলই নো বল করলেন তিনি। প্রথম টেস্টে এখনো পর্যন্ত ২ ওভার করেছেন তিনি। ৫ রান দিয়েছেন।

আরও পড়ুন

Back to top button