Connect with us

Cricket News

IND vs ENG: প্রকাশিত হল চতুর্থ টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড, খেলবেন না একাধিক তারকা ক্রিকেটার

Advertisement
Advertisement

চলতি সিরিজের চতুর্থ টেস্ট উপলক্ষে ইতিমধ্যে ইংল্যান্ড শিবির তাদের ১৫ জনের স্কোয়াডের নাম ঘোষণা করেছে। যেখানে যুক্ত হয়েছেন একাধিক নতুন ক্রিকেটার। সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় লাভ করে ভারতের বিপক্ষে। একটি ইনিংস এবং ৭৬ রানের বিনিময়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। বর্তমানে সিরিজ ১-১ ব্যবধানে স্থিতি রয়েছে। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মাসের ২ তারিখ থেকে। ওভালের স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে চলতি সিরিজের চতুর্থ ম্যাচটি। ক্রিস ওকসকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড শিবির। এছাড়া অলি পোপ, স্যাম করন, ক্রেইগ ওভারটন এবং ড্যান লরেন্স মতো দুর্দান্ত বোলিং লাইন আফ থাকছে ইংল্যান্ড শিবিরে।

Advertisement

চতুর্থ ম্যাচে ইংল্যান্ড শিবিরের অংশ থাকছেন না জস বাটলার। ইনজুরি কাটিয়ে দলে অন্তর্ভুক্ত হতে চলেছেন মার্ক উড। এদিকে ইংল্যান্ডের প্রধান কোচ সিলভারউড জানিয়েছেন, সিরিজের চতুর্থ টেস্টে উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জনি বেয়ারস্টো। এছাড়া স্যাম বিলিংসকে ব্যাকআপ হিসেবে রাখবে ইংল্যান্ড শিবির। সিরিজের ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার স্টেডিয়ামে জস বাটলার খেলবেন কিনা সে বিষয়ে কিছু জানায়নি ইংল্যান্ড শিবির। দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন জজ বাটলার। তাই ব্যক্তিগত কারণে চলতি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। যদিও দলে তার বিকল্প হিসেবে জনি বেয়ারস্টো দুর্দান্ত খেলবেন বলে মনে করছেন ইংল্যান্ডের প্রধান কোচ সিলভারউড। সিলভারউড সংবাদ মাধ্যমে জানান, আমরা ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করব। চতুর্থ ম্যাচে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের স্কোয়াড কেমন হতে চলেছে দেখে নিন-

ইংল্যান্ডের স্কোয়াড: জো রুট (c), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, স্যাম করন, অলি পোপ, ররি বার্নস, হাসিব হামিদ, ক্রেইগ ওভারটন, মার্ক উড, ড্যান লরেন্স, দাউদ মালান, ক্রিস ওকস, অলি রবিনসন, স্যাম বিলিংস, জনি বেয়ারস্টো (wk)।

Advertisement

#Trending

More in Cricket News