Cricket News

দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয় ইংল্যান্ডের, সিরিজ হার প্রোটিয়াদের

ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও হার মানল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ ‍উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। প্রোটিয়াদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে ৪ উইকেট হাতে রেখে ১ বল বাকী থাকতেই।

পার্লে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ডি কক। এছাড়া জর্জ লিন্ডে ২৯ ও র‍্যাসি ফন ডার ডুসেন করেন ২৫ রান।

ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন আদিল রশিদ। এছাড়া একটি করে উইকেট পান জোফ্রে আর্চার, ক্রিস জর্ডন ও টম কারান।

১৪৭ রানের লক্ষে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার মতোই শুরু থেকে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তবে একপ্রান্তে নিজের স্বাভাবিক ব্যাটিং করতে থাকেন ডেভিড মালান। তাকে সঙ্গ দেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। মালান ৪০ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। মালানের ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভারবাউন্ডারির সাহায্যে।অন্যদিকে মর্গ্যান ১৭ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। প্রোটিয়া বোলারদের মধ্যে তাবরাইজ শামসি ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট পেলেও কোনো লাভ হয়নি। কাগিসো রাবাদা ২৩ বলে ২৫ রান দিয়ে ১ উইকেট পান। লুঙ্গি এনগিদি ২ উইকেট পেলেও ৪ ওভারে ৫১ রান দেন।

এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জিতে নিল ইংল্যান্ড। ম্যাচের সেরা হন ডেভিড মালান। আগামীকাল কেপ টাউনে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন

Back to top button