Cricket News

করোনায় আক্রান্ত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

এবার করোনার শিকার হলেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য জেমস ভিন্স। এই কারণে তার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আগামী শনিবার পিএসএলের প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল এই ব্যাটসম্যানের। জেমস ভিন্সের পরিবর্তে তার জায়গায় দলে জায়গা করে নিলেন জো ডেনলি।

এর আগে একই দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও করোনায় আক্রান্ত হয়েছেন।

জেমস ভিন্সের করোনা রিপোর্ট পজিটিভ। তবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। কোভিড পজিটিভ হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। যে কারণে সম্ভবত তার পাকিস্তান সুপার লিগে খেলা হচ্ছে না। এই নিয়ে মুলতান সুলতানসের দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হয়ে গেলেন। ভিন্স অবশ্যে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে খেলতে পারবেন। কারণ ওই টুর্নামেন্টের এখনও এক মাস বাকি।

রবিবার রাতে ভিন্সের পাকিস্তান উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার করোনা পজিটিভ হওয়ায় এখন পুরো আইসোলেশনে চলে গেছেন।

আরও পড়ুন

Back to top button