Cricket News

করোনার জন্য নিউজিল্যান্ড সফরের বাইরে ফখর জামান

নিউজিল্যান্ড সফরের জন্য ৩৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড । সেই দলে রয়েছেন বাঁ-হাতি ওপেনার ফখর জামান। কিন্তু শরীরে করোনা উপসর্গ থাকায় নিউজিল্যান্ড সফরের দল থেকে ফখরকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তান সুপার লিগের শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তিনি করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন। তবে টিম হোটেলে ওঠার পরই তার জ্বর অনুভূত হয়। তাই সর্তকতার কারণে  ফাখরকে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ দিল পিসিবি।

পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম বলেন, “শনিবারের করোনা রিপোর্ট নেগেটিভ ছিলেন ফখর। কিন্তু হোটেলে উঠার পর তার জ্বর আসে। এরপরই সর্তকতার কারনে তাকে দল থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছি। এজন্য সফরের জন্য ঘোষিত দল থেকে বাদ দেওয়া হলো ফখরকে।”

আপাতত ফাখরের পরিবর্তে নতুন করে দলে কাউকে নেবে না পাকিস্তান। দলে থাকা হায়দার আলি ও আব্দুল্লাহ শফিককের সঙ্গে অধিনায়ক বাবর আজমকে দিয়ে ফাঁকা জায়গাটা পরিকল্পনা করা হয়েছে। এবারের নিউজিল্যান্ড সফরে ৩টি টি-২০ ও ২টি টেস্ট খেলবে পাকিস্তান। আগামী ১৮ ডিসেম্বর থেকে টি-২০ ও ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), আজহার আলি, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলি, হ্যারিস সোহেল, আবিদ আলি, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, শান মাসুদ, জিশান মালিক, ইয়াসির শাহ, জাফর গোহার, আমাদ বাট, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ রিজওয়ান, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মহম্মদ আব্বাস, মহম্মদ হাসনাইন, মহম্মদ মুসা, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান ও ওয়াহাব রিয়াজ।

আরও পড়ুন

Back to top button