নামল বৃষ্টি, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ভারত

গতকাল থেকে ব্রিসবেনে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের শেষে সুবিধায় ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৬২/২। রোহিত শর্মা আউট হওয়ার পর বৃষ্টির জন্য বেশিক্ষণ খেলা হল না।
এদিন অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৬৯ রানে। প্রথম দিনের শেষদিকের মতো দ্বিতীয় দিনের শুরুতেও দাপট দেখাতে থাকেন অধিনায়ক টিম পেইন ও ক্যামেরন গ্রিন। অধিনায়ক পেইন টেস্টে তার নবম অর্ধশতরান করার পর আউট হন। ১০৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানের দামী ইনিংস খেলেন তিনি। এরপর আউট হন গ্রিন। ৫০ এর কাছে এসে ৪৭ করে আউট হন তিনি। মিচেল স্টার্ক অপরাজিত থাকেন ৩৫ বলে ২০ রানে। শততম টেস্ট ম্যাচ খেলা ন্যাথান লিও করেন ২২ বলে ২৪ রান। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট নেন অভিষেক হওয়া টি-নটরাজন ও ওয়াশিংটন সুন্দর। ৩টি উইকেট নেন দ্বিতীয় টেস্ট খেলা শার্দুল ঠাকুরও। ১টি উইকেট মহম্মদ সিরাজের।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৬২/২। আউট হয়েছেন দুই ওপেনার। ১৫ বলে ৭ রান করেন ওপেনার শুভমান গিল। আরেক ওপেনার রোহিত শর্মা শুরুটা ভাল করেও বিগ শট মারতে গিয়ে ৭৪ বলে ৪৪ করে আউট হন। ক্রিজে রয়েছেন অধিনায়ক অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পূজারা। এখন তৃতীয় দিনে ভারত কেমন ব্যাট করে।