Cricket News

দ্বিতীয় টেস্টে শুভমান গিল ওপেন করুক চাইছেন গম্ভীর

অ্যাডিলেড টেস্টের ব‍্যাটিং বিপর্যয়ের পর ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছেন। অনেকেই বলছেন এই ব্যাটিং লাইন আপ পরের টেস্টেও থাকলে ভারতের কপালে দুঃখ আছে। তাই পরের টেস্টে ব্যাটিং লাইন আপের পরিবর্তন করাটা খুবই প্রয়োজনীয়।

এর মধ্যেই আগামী ২৫ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট ম‍্যাচ। পিতৃত্বকালীনের ছুটিতে দেশে ফিরে গেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চোট পেয়ে সিরিজের বাকী ম‍্যাচ গুলো থেকে ছিটকে গেছেন মহম্মদ শামি। অধিনায়ক অজিঙ্কে রাহানের নেতৃত্বে ভারত তাই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

এইরকম একটা অবস্থায় দলে বেশ কিছু রদবদল করার খুব প্রয়োজন আছে বলে মনে করেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। কোহলির অবর্তমানে দলের মিডল অর্ডার’কে শক্তিশালী করে তুলতে খেলানো উচিত কে এল রাহুল’কে এবং পৃথ্বী শাহ’র বদলে ওপেন করুক শুভমান গিল, এমনটাই চাইছেন তিনি। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব‍্যার্থ হয়েছিলেন ঋদ্ধিমান, তাই উইকেট কিপার ব‍্যাটসম‍্যান হিসেবে মেলবোর্নে খেলানো হোক ঋষভ পন্থ’কে। অজিঙ্কে রাহানে ভারতীয় টিমে পাঁচ নম্বরে ব্যাট করেন। কিন্তু তিনি যেহেতু দ্বিতীয় টেস্ট থেকে দলের অধিনায়ক তাই মেলবোর্ন টেস্ট থেকেই তাকে চার নম্বরে দেখতে চান গম্ভীর। পাশাপাশি হনুমা বিহারীর বদলে অল-রাউন্ডার হিসেবে খেলুক রবীন্দ্র জাদেজা, এমনটাই চাইছেন গৌতি।

আরও পড়ুন

Back to top button