Cricket News

গম্ভীর করোনার রিপোর্ট নিয়ে কী বললেন দেখুন

সম্প্রতি বাড়ির সদস্যর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ‍্যে এনেছিলেন গৌতম গম্ভীর। খবর প্রকাশ্যে আনার পরেই হোম কোয়ারেন্টাইনে চলে যান তিনি। রবিবার এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে নেগেটিভ।

রবিবার ট‍্যুইট করে নিজের রিপোর্ট নেগেটিভ আসার কথা সকলের সঙ্গে শেয়ার করলেন গম্ভীর। গম্ভীর টুইটে লিখেছেন, “ফ্যানদের আশ্বস্ত করে জানাচ্ছি, আমার করোনা কোভিড ১৯ ভাইরাসের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আমাকে নিয়ে চিন্তার কিছু নেই। আমার সুস্বাস্থ্যের জন্য ফ্যানেরা প্রার্থনা করেছেন। এই ভালোবাসায় আমি আপ্লুত। সবাই করোনা রুখতে কঠোরভাবে নিয়ম মেনে চলুন।”

গত শুক্রবার গৌতি জানিয়েছিলেন নিভৃতবাসে যাচ্ছেন তিনি, বাড়ির এক সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর। তবে বাড়ির কার করোনা হয়েছিল সেই নিয়ে তিনি কিছু জানাননি। এরপরই নিজের টেস্ট করান‌। প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় ভারতে কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা গিয়ে এক ধাক্কায় ৪৫,৬৭৪ ছুঁয়েছে। এই মুহূর্তে গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫,০৭,৭৫৪ ।

আরও পড়ুন

Back to top button