Cricket News

এবছরেও বাড়ির পুজোয় অষ্টমী কাটালেন মহারাজ

দুর্গাপুজো বাঙালির আবেগ। পুজোর কটা দিন আমরা এই শ্রেষ্ঠ উৎসব মহাসমারোহে পালন করি। তবে করোনার আবহে এবারের পুজোটা একটু ফ্যাকাশে। যদিও সেটা একদম পুজোর আনন্দকে মাটি করতে পারেনি।

সাধারণ মানুষের মত ভারতের অন্যতম সেরা অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যস্ততার মধ্যেও পুজোটা উপভোগ করতে ভোলেন না কোনো বছর। এই বছরেও তার ব্যতিক্রম হল না।

আজ অষ্টমীর দিন পাড়ার পুজো বেহালার প্লেয়ার্স কর্ণারের পুজোতে সকালেই আকাশি পাঞ্জাবিতে দেখা গেল মহারাজকে পাড়ার ক্লাবে সৌরভকে পাওয়া গেল একেবারেই চেনা মেজাজেই। অঞ্জলি না দিলেও জমিয়ে আড্ডা মারলেন। সন্ধিপুজোও দেখলেন তিনি।

এদিন অষ্টমীতে দাদার পুজোতে উপস্থিত ছিল তাঁর ফ্যান ক্লাব ‘মহারাজের দরবারে’। করোনার জন্য ফ্যান ক্লাবের সবাই উপস্থিত থাকতে না পারলেও যারা ছিলেন তাঁরা একটা ভাল সময় কাটান। সেই ভিডিও তাদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করেন।

আরও পড়ুন

Back to top button