কলম্বো কিংসের কোচ হলেন গিবস

লঙ্কান প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করার জন্য শ্রীলঙ্কায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবস। কিন্তু শ্রীলঙ্কা পৌঁছানোর পরেই বদলে গেল গিবসের ভূমিকা। মাইক্রোফোন হাতে আর বসতে হচ্ছে না এই মারকুটে ব্যাটসম্যানকে। কারণ টুর্নামেন্টের দল কলম্বো কিংস গিবসকে প্রধান কোচের দায়িত্ব দিয়ে দিয়েছে।
কলম্বো কিংসের ভূমিকায় থাকা কবির আলি করোনায় আক্রান্ত হওয়ায় গিবসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।
Meet our new #KingsBrainsTrust @hershybru @HerathRSL #TheKingdom #ColomboKings #LPLT20 pic.twitter.com/0xVeDH5yPi
— Colombo Kings (@ColomboKings) November 19, 2020
গিবসকে কোচের দায়িত্ব দেওয়ার পর শ্রীলঙ্কার পেস বোলার ধামিকা প্রসাদকে দলে নিল কলম্বো কিংস। নিজেদের টুইটারে ধামিকার দলে যোগ দেওয়ার কথাটা ঘোষণা করে কলম্বো কিংস। দেশের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ খেলে ৭৫টি উইকেট এবং ২৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৩২টি উইকেট পেয়েছেন তিনি।
Welcome to #TheKingdom @imDhammika 👑 #ColomboKings #LPLT20 #LPL2020 pic.twitter.com/uWUT76sY06
— Colombo Kings (@ColomboKings) November 19, 2020
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরটি আয়োজন করতে অনেকটাই ঝক্কি পেতে হলো শ্রীলঙ্কা ক্রিকেটকে। একেরপর এক সূচি পরিবর্তন করতে হয়েছে। ভেন্যু পরিবর্তন করে দুইটা থেকে কমিয়ে কেবল একটা করা হয়েছে। ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্টটি। ২৩টি ম্যাচই হবে হাম্বানটোটায়।