Cricket News

খুশির খবর, সৌরভের ইসিজির রিপোর্ট অনেকটাই ভাল

সকল ক্রিকেটপ্রেমী ও সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) ভক্তদের জন্য খুশির খবর। এখন অনেকটাই ভাল আছেন বাংলার মহারাজ।

আজ সকালে তাঁর ইসিজি করা হয়। রিপোর্টও চলে এসেছে। এই সেই রিপোর্ট সন্তোষজনক। সকালে তাঁর অক্সিজেন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। এখন অনেকটাই স্বাভাবিক এবং সাবলীল বিসিসিআই প্রেসিডেন্ট। আজ সকালে বাড়ি থেকে আনা চিনি ছাড়া চা খেয়েছেন, ছানা, টোস্ট, কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করেছেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভের কেবিনেই আছেন। তাঁর সঙ্গেও কথা বলছেন সৌরভ।

গতকাল অ্যাঞ্জিওপ্লাস্টির পর থেকেই দ্রুত সুস্থতার পথে বিসিসিআই প্রেসিডেন্ট। হাসপাতালে শনিবার রাতটা নির্বিঘ্নেই কাটিয়েছেন সৌরভ (Sourav Ganguly)। হাসপাতাল সূত্রের খবর, রাতে ভাল ঘুম হয়েছে মহারাজের। গভীর রাতে একবার ঘুম ভেঙেছিল। তাঁকে আবার বেশ কিছু ওষুধপত্র দেওয়া হয়। কিছুক্ষণ পরই ফের ঘুমিয়ে পড়েন তিনি। সারারাত একজন বিশেষজ্ঞ চিকিত্‍সক তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় রাতে সৌরভের পাশের কেবিনেই ছিলেন। আজ সকালে তাঁর রুটিন চেকআপ করা হয়। হাসপাতাল সূত্রের খবর, শরীরের প্রায় সব প্যারামিটার স্বাভাবিক। পালস রেট এবং রক্তচাপ এখন কার্যত পুরোপুরি স্বাভাবিক। শরীরে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ। মানসিকভাবেও খুব চনমনে মহারাজ।

 

আরও পড়ুন

Back to top button