হৃদরোগে আক্রান্ত, প্রয়াত হলেন হার্দিক ও ক্রুনালের বাবা

২০২১ এর শুরুতেই আবার একটি খারাপ খবর। প্রয়াত হলেন হিমাংশু পান্ডিয়া। ভারতীয় ক্রিকেটার হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যর বাবা আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
যে খবর পেয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে ব্যস্ত থাকা ক্রুণাল বায়ো বাবল ছেড়ে রওনা দিয়েছেন বাড়ির পথে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তানগাদি যে খবর দিয়ে জানিয়েছেন, “ব্যক্তিগত শোকের খবর পাওয়া মাত্র ক্রুণাল বায়ো বাবল ছেড়েছে। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে হার্দিক ও ক্রুণালের এই বড় ক্ষতিতে সমবেদনা জানাতে চাই।”
খারাপ খবর পেয়ে হার্দিক-ক্রুণালের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলিরা। শচীন তেন্ডুলকার টুইট করে বলেছেন, “হার্দিক-ক্রুণালের বাবার মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। তোমাদের উদ্দেশ্যে ও গোটা পরিবারকে সমবেদনা জানাই। ঈশ্বর কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দিন।”
Really sorry to hear about the demise of your father @krunalpandya24 & @hardikpandya7.
Condolences to your family and friends.
May God give you strength in these difficult times.— Sachin Tendulkar (@sachin_rt) January 16, 2021
অন্যদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে লেখেন,”হাার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণের খবরে শোকস্তব্ধ। বেশ কয়েকবার ওঁর সঙ্গে কথা হয়েছিল। খুব মিশুকে, হাসি-খুশি মানুষ ছিলেন। ওঁর আত্মার শান্তি কামনা করি। হার্দিক-ক্রুণালকে বলব, মনকে শক্ত রেখো।”
ভদোদরায় ভারতের প্রাক্তন কিপার-ব্যাটসম্যান কিরন মোরের অ্যাকাডেমিতে ভরতি করেছিলেন দুই ছেলেকে। যেখান থেকেই ক্রিকেটার হিসেবে উড়ান শুরু হার্দিক-ক্রুণালের। কিছুদিন আগে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাতে দুই পান্ডিয়া ভাই বড় ভূমিকা নেওয়ার পর তাদের বাবা মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “হার্দিক ও ক্রুণাল আমার দুই ছেলেই ভগবানের উপহার। একেবারে ছোট বয়সে পরিবারের কথা না শুনে ওদের ক্রিকেট খেলার ইচ্ছেকে ইন্ধন দিতে পেরে গর্বিত। বরাবরই ওদের সাফল্য আনন্দে আমার চোখ ভিজিয়ে দেয়।” তবে এবার বাবার প্রয়াণে দুঃখে চোখ ভিজল দুই ভাইয়ের।