Cricket News

তৃতীয় টেস্ট সিডনিতে না হলে মেলবোর্নে অনুষ্ঠিত হবে

করোনা প্রাদুর্ভাবের জন্য সিডনিতে অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের তৃতীয় টেস্ট নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তাই বৃহস্পতিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া সিডনির স্ট্যান্ডবাই ভেন্যু হিসেবে মেলবোর্নকে বেছে নিল। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে এই খবরটি প্রকাশ করে।

তবে এখনো পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিডনিতেই টেস্ট আয়োজনের চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত সপ্তাহে অ্যাডিলেডে প্রথম টেস্ট চলাকালীনই সিডনিতে নতুন করে করোনা সংক্রমণের খবর জানা গিয়েছিল।

 

সিডনির উত্তরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ২৮ জনের নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল যে, সংখ্যাটা আরও বাড়তে পারে। অস্ট্রেলিয়ার প্রশাসন সেখানকার বেশ কিছু রাজ্য ও অঞ্চল সীমান্তে বিধিনিষেধও জারি করেছিল। এরপরেই অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসকদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে। আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় টেস্ট হওয়ার কথা। সিএ এক বিবৃতিতে জানিয়েছে, “পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিডনিতে তৃতীয় টেস্ট এবং গাবায় চতুর্থ টেস্ট আয়োজেনর জন্য বিষয়টা পুনরায় নিশ্চিত করতে হবে। সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) সকলের স্বাস্থ্যের কথা ভিক্টোরিয়ান সরকারের সঙ্গে কাজ করছে। সিডনির বিকল্প হিসেবে মেলবোর্নকে তৃতীয় টেস্টের জন্য ধরা হয়েছে। গাবায় হবে চতুর্থ টেস্ট।”

বক্সিং ডে টেস্ট চলাকালীনই তৃতীয় টেস্টের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিএ। ক্রিকেটারদের সুরক্ষাকে সর্বাগ্রে রাখছে সিএ। সিডনিতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সিডনিতে টেস্ট আয়োজন করা না গেলে, সেক্ষেত্রে মেলবোর্নেই হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

আরও পড়ুন

Back to top button