Cricket News

আমার মনে হয় না কোহলি নেতৃত্ব নিয়ে কোনো চাপে আছে : হরভজন

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ বড় ব্যবধানে হারের পর যথারীতি অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করা শুরু হয়ে গেছে। রোহিত শর্মাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করার দাবি আবারও জোড়ালো হয়েছে। এই আবহেই উল্টো সুর শোনা গেল হরভজন সিংয়ের গলায়। তিনি অধিনায়ক কোহলির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাতে নিয়েছেন।

হরভজন বলেছেন, ‘আমার মনে হয় না নেতৃত্ব নিয়ে কোহলি কোনোরকম চাপে আছে। নেতৃত্ব তার ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করি না। একজন অধিনায়ক সব ম্যাচই জিতবে এমনটা নয়। আমার মনে হয় সে চ্যালেঞ্জ নিতে ভালবাসে। সে একজন নেতা যে সামনে থেকে নেতৃত্ব দেয়। পাশাপাশি সতীর্থদের সামনে এমন উদাহরণ স্থাপন করে, যাতে দল জিততে পারে।’

গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৬৬ রানে হেরেছে ভারত। এরপর রবিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারতে হয়েছে ৫১ রানে। ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে হরভজন আরও বলেছেন, ‘আমার মনে হয় না নেতৃত্ব কোহলিকে কোনোভাবে প্রভাবিত করছে। কারণ, একজন ম্যাচ জেতাতে পারে না। দলে একটা ধারণা হয়ে গেছে যে, কোহলি এবং রোহিত শর্মা দাঁড়িয়ে থেকে দলকে এগিয়ে নিয়ে যাবে এবং তারাই বেশির ভাগ রান করবে।”

 

আরও পড়ুন

Back to top button