Cricket News

ইমরান খান নিয়মিত কোকেন ও গাঁজা সেবন করতেন!

ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী। সেই ইমরান খান নাকি খেলোয়াড়ী জীবনে ব্যাপক পরিমাণে ড্রাগ গ্রহণ করতেন। গাঁজা খাওয়া ছিল তার নৈমত্তিক ব্যাপার। ড্রাগের তালিকায় ছিল কোকেন, চরস ইত্যাদি!

ইমরানের একসময়ের সতীর্থ প্রাক্তন পেস তারকা সরফরাজ নেওয়াজ এমন বিস্ফোরক অভিযোগ করেছেন! সরফরাজের একটি সাক্ষাতকারের ভিডিও হুট করে ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে তিনি রীতিমতো চ্যালেঞ্জ করেছেন ইমরানকে!

সরফরাজের ভাষ্য, ‘গাঁজা সেবন ছিল ইমরানের নিয়মিত ব্যাপার। যা সে লন্ডনেও করত। এমনকি আমার বাড়িতেও করেছে। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ইমরান ভাল করতে পারেনি। একবার সে মহসিন খান, আব্দুল কাদির ও সেলিম মালিককে নিয়ে আমার ইসলামাবাদের বাড়িতে খেতে আসে। খাবারের পর সে চারাস সেবন করেছিল। এছাড়া সে নাক দিয়ে একজাতীয় দ্রব সেবন করত। এমনকি নিয়মিত কোকেন গ্রহণ করত। লন্ডনে সে কিছু একটা দিয়ে রোল বানাত এবং নাক দিয়ে ভেতরে নিয়ে নিত।’

 

 

 

 

আরও পড়ুন

Back to top button