ভারতে খেলতে আসছে ইংল্যান্ড, ভারতীয় দলে ফিরছেন এই তারকা ক্রিকেটরা

কার্যত প্রথম সারির ক্রিকেটারদের অনুপস্থিতিতেই অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে অস্ট্রেলিয়াকেই হারিয়ে সিরিজ জিতে দেশে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া (India)। এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে কার্যত ক্যাঙ্গারু বাহিনীর মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আর এবার দীর্ঘ লকডাউন (Lockdown), দীর্ঘ করোনা (Coronavirus) পরিস্থিতির পর দেশের মাটিতে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট (Imternational Cricket)। ইংল্যান্ডের (England) ভারত সফরের মাধ্যমে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু হতে চলেছে। আর তাই অস্ট্রেলিয়ায় দুরন্ত সিরিজ জয়ের দিনেই ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। দলে প্রত্যাবর্তন হতে চলেছে অক্ষর প্যাটেল (Axar Patel) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। এমনকি পিতৃকালীন ছুটি কাটিয়ে দলে ফিরতে চলেছেন বিরাট কোহলিও (Virat kohli)।
আইপিএলে পেশিতে চোট পাওয়ার ফলে বেঙ্গালুরুতে রিহাবে ছিলেন ইশান্ত শর্মা। আর তাই অস্ট্রেলিয়া সফরে তিনি জায়গা পাননি। তবে ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যেভাবে নিজেকে প্রমাণ করেছেন ইশান্ত, তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নিজের জায়গা পাকা করে নিলেন ইশান্ত। ফিরছেন হার্দিক পান্ডিয়াও। এমনকি স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখা হয়েছে বাংলার অভিমুন্য ঈশ্বরণকে।
তবে অস্ট্রেলিয়া সিরিজে ভাল পারফরম্যান্স দেখালেও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেলেন না টি নটরাজন। কে এল রাহুলকে দলে রাখা হয়েছে ঠিকই, তবে পুরোপুরি ফিট হলেই তাঁকে খেলতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টে খেলতে নামতে পারেন রাহুল।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পর মুহূর্তেই দেশে ফেরার জন্য বিমান ধরবে টিম ইন্ডিয়া। তারপর আগামী ২৭ জানুয়ারি জৈব সুরক্ষা বলয়ে চলে যাবে ভারতীয় ক্রিকেট দল। ফেব্রুয়ারির শুরুর দিকে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। তার আগেই চেতন শর্মার সিলেকশন কমিটি ১৮ জনের দল ঘোষণা করে দিল। এখন অস্ট্রেলিয়ার মতোই ইংল্যান্ড ভারত একইভাবে দুরন্ত পারফরম্যান্স দেখাতে পারে কিনা, এখন সেটাই দেখার।