Cricket News

ডিসেম্বরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

গোলাপি বলে টেস্ট অ্যাডিলেড ওভালে

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পুরো ভ্যেনু ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ডিসেম্বরেই শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে যাচ্ছে ভারতীয় দলের ক্রিকেটাররা। আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিনরাতের টেস্ট দিয়ে শুরু হবে দু’দেশের মধ্যেকার টেস্ট সিরিজ। এই প্রথম বিদেশের মাটিতে গোলাপি বলে টেস্ট খেলবে ভারত।

দু’মাসেরও বেশি সময় ধরে হতে চলা ওই সিরিজের ক্রীড়াসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ এবং চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।

আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে শুরু হবে ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে পার্থ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)- তে। ২৬ ডিসেম্বর যথারীতি বক্সিং ডে টেস্ট শুরু হবে মেলবোর্নে। ৭ জানুয়ারি তৃতীয় টেস্ট হবে সিডনিতে এবং ১৫ জানুয়ারি শেষ টেস্ট হবে ব্রিসবনে।

এছাড়াও অজিদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। অই অনুশীলন ম্যাচ ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে হতে পারে। প্রসঙ্গত, দ্বিতীয় অনুশীলন ম্যাচটি হবে গোলাপি বলের। ১১-১৩ ডিসেম্বর সিডনিতে দিন রাতের টেস্টের মহড়া হিসেবে এই ম্যাচটি খেলবে ভারতীয় দল। তবে সিরিজে সীমিত সংখ্যক দর্শককেই মাঠে থাকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। থাকবে না ভারতীয় দল ও সাপোর্ট স্টাফ ও আধিকারিকরা ছাড়া ভারত থেকে আসা কোনও দর্শক।

আরও পড়ুন

Back to top button